সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ

ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে বিক্ষোভকারীরা সচিবালয়ে ঢুকে পড়েন। এ সময় তাঁরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের সচিবালয় থেকে বের করে দেন। এরপর সচিবালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এর আগে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এত বড় ট্র্যাজেডির পরও এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত করা হয়নি। রাত তিনটার দিকে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এমন অবিবেচক শিক্ষা উপদেষ্টা ও সচিবকে আর দেখতে চান না তাঁরা।

আন্দোলনকারীদের মধ্যে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরাও আছেন। তাঁরা খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

More From Author

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৩১, আহত ১৬৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *